অনলাইন ডেস্ক :
৩৬ বছর প্রতীক্ষার পর তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নাম লেখালেন লিওনেল মেসি। প্রিয় দলের এই বিজয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ভক্ত। সাধারণ মানুষের মতো বলিউড তারকাদেরও এই প্রাপ্তি আন্দোলিত করেছে। আপাতত মেসি-জ¦রেই কাঁপছে গোটা বিশ্ব। ফুটবলের এই রাজপুত্রকে বলিউডের একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড বাদশা শাহরুখ খান মেসির ভক্ত। তিনিও মেসিকে নিয়ে ভালোবাসা ব্যক্ত করেছেন। এক টুইটে এই নায়ক বলেন- ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হওয়ার সুযোগ পেলাম। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ খেলা দেখতাম। এখন এই উত্তেজনা আমার বাচ্চাদের মাঝে দেখতে পাই। প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে আমাদের বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ মেসি।’ বিশ্বকাপের ফাইনালের মঞ্চে স্ত্রী দীপিকাসহ উপস্থিত ছিলেন রণবীর সিং। প্রিয় দলের বিজয়ের পর এক টুইটে রণবীর সিং লিখেন, ‘এটা আমি কী দেখলাম! ঐতিহাসিক, আইকনিক! পুরো জাদু।’ অভিনেতা রীতেশ দেশমুখ লিখলেন, ‘সর্বকালের সেরা ম্যাচ।’ অনিল কাপুর এক পোস্টে লিখেন- ‘মেসিইইই মেসি।’ আরেক পোস্টে তিনি লিখেন, ‘কী দারুণ ফাইনাল!’ অর্জুন রামপাল লিখেছেন, ‘ইয়েসসসসসসসসসসসস! হোয়াট অ্যা ফাইনাল। কী দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্টিনা আর মেসিকে শুভেচ্ছা, কাতারকেও অনেক ধন্যবাদ।’ অনুপম খের লিখেছেন, ‘কেয়া ফাড়া (অসাধারণ) ম্যাচ থা! ভাষার জন্য দুঃখিত! কিন্তু অন্য কোনো শব্দ মানানসই নয়। মেসির জবাব নেই। আমি মুগ্ধ। এই ম্যাচে মনে হচ্ছিল সবকিছুই হতে পারে! কী দারুণ!’
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’