January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 19th, 2023, 8:09 pm

মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

অনলাইন ডেস্ক :

নতুন মৌসুমকে সামনে রেখে আরও একটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ফেব্রুয়ারিতে তারা প্রীতি ম্যাচে খেলবে লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে। দুই দলই গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

এই প্রথম ক্যারিয়ারের প্রথম ক্লাব নিওয়েলসের বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে, যেখানে শুরু হয়েছিল তার ফুটবলার হওয়ার পথচলা। ১৩ বছর বয়স পর্যন্ত নিওয়েলসের হয়ে খেলেন মেসি। এরপর যোগ দেন বার্সেলোনায়। সেখানে দীর্ঘ অধ্যায় শেষে ২০২১ সালে নাম লেখান পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে পাড়ি দেন মেজর সকার লিগের ক্লাব মায়ামিতে। নিওয়েলসের বিপক্ষে ম্যাচসহ আগামী মৌসুম শুরুর আগে ছয়টি প্রীতি ম্যাচ নিশ্চিত করল মায়ামি। মায়ামির