অনলাইন ডেস্ক :
জিততে যেন ভুলেই গিয়েছিল ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের এই দলটিতে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস যোগ দেওয়ার পর দলটি বদলে গেছে। মেসি-বুসকেটসের আসার পর মিয়ামি তুলে নিয়েছে টানা দুই জয়। লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এ পৌঁছে গেছে তারা। দলটির আগামী ম্যাচেই অভিষেক হতে পারে মেসি-বুসকেটসের বন্ধু জর্ডি আলবার। লিগস কাপের ‘রাউন্ড অব ৩২’-এ ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ফ্লোরিডারই আরেক ক্লাব ওরল্যান্ডো সিটি। ৩ আগস্ট ভোরে ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচে জিতলে শেষ ষোলোর জন্য কোয়ালিফাই করবে মেসি বাহিনী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডি আলবার অভিষেক হলে সেটি দারুণ হবে মিয়ামির জন্য। ইন্টার মিয়ামির জার্সিতে দুই ম্যাচে মেসি করেছেন ৩ গোল ও এক অ্যাসিস্ট। দারুণ অবদান রেখেছেন বুসকেটসও। পিএসজি থেকে ফ্রি এজেন্ট হিসেবে মিয়ামিতে যোগ দেনে মেসি। বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ করে মেসির সঙ্গে যোগ দিয়েছেন বুসকেটস ও আলবা। দলের সঙ্গে এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন আলবা। অনুশীলনে মেসি ও কোচ টাটা মার্টিনোর সঙ্গেও দেখা গেছে তাকে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল