January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 5th, 2024, 9:04 pm

মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান নেইমার

অনলাইন ডেস্ক :

বার্সেলোনার পর পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার। বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। আর নেইমার খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। তবে মেসির সঙ্গে আবারও খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার। নেইমার বলেন, ‘আশা করি হয়তো আবার আমরা একসঙ্গে খেলবো। লিও (মেসি) খুবই ভালো মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। খুশি আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমি ঠিক জানি না। যদিও এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসলেও এটা জানি না যে আবার কখনো ব্রাজিলে খেলবো কিনা। আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’