December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 8:20 pm

মেসি প্রসঙ্গে যা বললেন গ্রিজম্যান

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপের সব রোমাঞ্চ এখন ফাইনাল ম্যাচকে ঘিরে। সাতবারের ব্যালন ডিঅর জয়ী লিওনেল মেসির দল ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে ফাইনালের আকর্ষণ শতগুণ বাড়িয়ে দিয়েছেন। প্রতিপক্ষ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স থাকায় ম্যাচটিতে পেয়েছে বাড়তি আকর্ষণ। ফাইনাল যে কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কাতারের মাটিতে এখন কান পাতলে এ নিয়ে ফিসফাস। মেসির হাতে শিরোপা উঠবে নাকি এমবাপ্পেরা আবারও ট্রফি নিয়ে উৎসব করবেন? এসব জল্পনা-কল্পনার মাঝে লিওনেল মেসিকে ঘিরে ভাবনায় ফ্রান্স। দলের বড় তারকা আন্তোনিও গ্রিজম্যান তো দরাজ কণ্ঠে বলে দিয়েছেন, ‘মেসি যেখানে থাকে সেই দলের বিপক্ষে খেলা সবসময় কঠিন।’ লা লিগায় মেসির প্রতিপক্ষ হয়ে অনেক ম্যাচ খেলেছেন গ্রিজম্যান। মেসি যখন বার্সেলোনার হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তখন গ্রিজম্যান আতলেতিকো মাদ্রিদে। তাই মেসির বিপক্ষে খেলা যে সহজ নয় তা গ্রিজম্যান ভালোই বোঝেন। আর এই আর্জেন্টিনা যে দারুণ ফর্মে আছে তা গ্রিজম্যানও বুঝতে পেরে বলেছেন, ‘আমরা আর্জেন্টিনার সব ম্যাচ দেখেছি। তাদের কঠিন দল মনে হয়েছে। ভালো ফর্মে থাকলে দলের সবার জন্য বড় প্রশান্তি। আমাদের মতোই।’ ফ্রান্স দলের হয়ে এমবাপ্পে-জিরুদরা একের পর এক লক্ষ্যভেদ করে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে সাধ্যমতো সহায়তা করে যাচ্ছেন গ্রিজম্যান। কখন গোলে অ্যাসিস্ট করে, আবার কখন সাপ্লাই চেনটা ঠিকঠাক রাখতে। মাঠে তার অবদান বেশ চোখে পড়ার মতোই। ফাইনালেও এমন পারফরম্যান্স দেখাতে চাইছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা মোটেও সহজ ম্যাচ হবে না। আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমরা অনুশীলনে প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করবো। কীভাবে তাদের বিপক্ষে মাঠে লড়াই করতে হবে তার উপায় বের করবো।’ মরক্কোর বিপক্ষে আগের রাতের ম্যাচ প্রসঙ্গে গ্রিজম্যান বলেন, ‘আমরা আগে গোল বের করতে পেরেছি, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। ম্যাচটি জটিল ছিল। তারা নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে।’