January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 7:36 pm

মেহজাবিন কি সত্যিই বিয়ে করেছেন?

অনলাইন ডেস্ক :

২০১৮ সাল থেকেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন কম হয়নি। গুঞ্জন কি তবে এবার সত্যি হলো? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে এই অভিনেত্রীর ‘প্রেমের কথা’। এরইমধ্যে তারা নাকি বিয়েও করেছেন! তবে বিষয়টি নিয়ে তাদের দুজনের কেউই এখনো মুখ খোলেননি। ২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন- ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে এবারে বেশ কিছু সূত্র বলছে, প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এ জুটি। সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন।
তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশার সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দুজন হাত ধরে হাঁটছেন। এদিকে কেউ কেউ বলছেন, দুই বছর হলো মেহজাবিন-আদনান আল রাজিব বিয়ে করেছেন। গুলশানের একটি বাড়িতে তারা একসাথে থাকছেন। যদিও বিষয়টির সত্যতা এখনো জানা যায়নি। তবে মঙ্গলবার মেহজাবিন ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ‘রেস্ট ইন পিস ইয়োলো জার্নালিজম’।