April 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 24th, 2025, 2:03 pm

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে কী লেখা ছিল?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
বেশ চুপিসারেই ঢাকার অদূরে একটি রিসোর্টে আজ বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়। আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মেহজাবীনের বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

এদিকে গতকাল অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদ। মেহজাবীনের গায়েহলুদের ছবি প্রকাশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন।

মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু তারপরেও তা ফাঁস হয়। সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন।