December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 6:53 pm

মেহেদি রাঙা হাতের ছবি ঘিরে কনার নতুন বিয়ের গুঞ্জন

 

গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সরব জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নিয়মিতই নিজের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় হঠাৎই নিজের একটি ছবি পোস্ট করেন গায়িকা—যেখানে দেখা যায়, মেহেদিতে রাঙা হাতে সেজেছেন তিনি।

ছবির ক্যাপশনে কনা লিখেছেন—‘আমার হাতে মেহেন্দি…’

আর এতেই রহস্য ঘনীভূত হয়েছে। হঠাৎ মেহেদি হাতে ছবি—তা কি কোনো বিশেষ বার্তার ইঙ্গিত? নতুন করে ঘর বাঁধছেন কনা? কে সেই পাত্র?—এসব প্রশ্নে সরগরম সোশ্যাল মিডিয়া। অনেকে তো ইতিমধ্যে তাকে অভিনন্দনও জানাচ্ছেন।

রহস্য জানতে কনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে চাননি। উল্টো আরও রহস্য বাড়িয়ে কনা বলেন—‘এখন কিছুই বলতে চাচ্ছি না। থাকুক না রহস্য। সঠিক সময় আসলে সবাই জানতে পারবে।’

২০১২ সালে দীর্ঘ ৭ বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল কনা বিয়ে করেন গোলাম মো. ইফতেখার গহীনকে। প্রায় ছয় বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়। চলতি বছরের ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন কনা।

এরপর থেকেই শোনা যাচ্ছে—শিল্পীর ব্যক্তিজীবনে নাকি নতুন কারও আগমন ঘটেছে। গুঞ্জনে উঠে আসছে গিটারিস্ট মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র)–এর নাম। সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল এবং শিগগিরই বিয়েও করতে পারেন তারা। অনেকেই বলছেন, গানের ভুবনে এটি যেন ‘ওপেন সিক্রেট’। নেটিজেনদের ধারণা—কনার মেহেদি হাতে ছবিটি সেই গোপন বিয়ের ইঙ্গিতই দিচ্ছে।

এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিকেএসপি–র প্রথম থিম সং, যেখানে কণ্ঠ দিয়েছেন কনা। পাশাপাশি নতুন আরও কয়েকটি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এনএনবাংলা/