চট্টগ্রামের হাটহাজারীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মধ্যম মিরের এলাকা থেকে তাকে আটক করে র্যাব।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বৃহস্পতিবার ভুক্তভোগীর মা র্যাব-৭, চট্টগ্রামে অভিযোগ করেন বুধবার তার দ্বিতীয় স্বামী তার মেয়েকে ধর্ষণ করেছে।
এছাড়া আসামি জিজ্ঞাসাবাদে ওই কিশোরীকে ধর্ষণ করেছেন বলেও স্বীকার করেছেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২