January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 6:27 pm

মোংলায় পাথরবোঝাই লাইটার জাহাজডুবি: ১০ নাবিক জীবিত উদ্ধার

খুলনার মোংলা বন্দরের দুবলার চরে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার ভোর রাতে বন্দরের দুবলার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার দুপুরে পশুর নদীতে ‘এম ভি দেশ বন্ধু’ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেননি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি বিউটি লোহাগড়া- ২’ লাইটার জাহাজটি।

পথিমধ্যে ভোর রাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় খবর পেয়ে জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে দুবলাচর ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা।

—ইউএনবি