চট্টগ্রামে মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে কথা কাটাকাটির জেরে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহানগরীর পতেঙ্গা সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত রাফি বন্দর থানার উত্তর হালিশহর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলের সাইলেন্সারের পাইপ থেকে বিকট আওয়াজ হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা হাতাহাতি হয়। প্রাথমিকভাবে বিষয়টির সমাধানও হয়ে যায়। তবে এর ঘণ্টাখানেক পর এক পক্ষের কয়েক যুবক প্রতিশোধ নিতে টানেলের মুখে ওঁৎ পেতে থাকে। প্রতিপক্ষ গ্রুপের লোকজন এলে তাদের ওপর হামলা চালানো হয়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’
ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশি হেফাজতে নেওয়ার কথাও জানান ওসি।
—–ইউএনবি
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন