সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন দ্রুতই সড়ক থেকে সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের জন্য বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি জানান, জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মধ্যে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ‘নিরাপদ সড়ক দিবস’-এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সড়ক উপদেষ্টা আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন। তাই সড়কে চলাচলরত এসব গাড়ি দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নিয়ন্ত্রণমূলক নয়, বরং সেবামূলক সংস্থায় পরিণত করা হবে। এজন্য ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে চালকদের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে।
এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরটিএকে নির্দেশ দেন ফাওজুল কবির খান।
অনুষ্ঠান শেষে দেশের ১৬ জন দক্ষ গাড়িচালককে পুরস্কৃত করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
হংকংয়ে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
হিমাগারে আলু এখন ‘গলার কাঁটা’ কৃষক-ব্যবসায়ীদের
ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৬২ জন