ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘ভোট চুরি’ করে নির্বাচনে জেতার অভিযোগ তুলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল শুক্রবার তিনি বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ভোটার তালিকা দেখিয়ে মোদির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ আনেন। এ নিয়ে ভারতজুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিজেপি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি মিথ্যা প্রচারণা।
রাহুল গান্ধীর এ মন্তব্য ভারতে হঠাৎ করেই রাজনৈতিক মেরূকরণ বাড়িয়েছে, এটি এখন বেশ স্পষ্ট। টাইমস অব ইন্ডিয়া জানায়, কংগ্রেসের অনেক নেতা রাহুলের মন্তব্যের সমর্থন করেছেন। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, রাহুল গান্ধী ভোট চুরির যে বিষয়টি জাতির সামনে খোলাসা করেছেন, তা নিয়ে তারা প্রচারণা চালিয়ে যাবেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেন, প্রতিটি রাজ্য ইউনিট রাহুল গান্ধীর যুগান্তকারী সংবাদ সম্মেলন পর্দার মাধ্যমে প্রদর্শন করবে। দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতিদের সঙ্গে কথা বলবেন। শশী থারুর বলেন, সব দল ও ভোটারের স্বার্থে এ ধরনের গুরুতর অভিযোগ চিহ্নিত করা প্রয়োজন।
রাহুলের পাশে শরদ পাওয়ার
নরেন্দ্র মোদি ‘ভোটচোর’ মন্তব্যে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন দেশটির এনসিপি নেতা শরদ পাওয়ার। বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, গতকাল শনিবার তিনি এ বিষয়ে প্রমাণ দেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
এই সরকার দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস
ব্রিটিশ রাজনীতিতে নেতৃত্বের সংকটে বাংলাদেশি বংশোদ্ভূতরা
ফেসবুকে থেকে টাকা আয় করবেন যেভাবে