January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 6th, 2022, 8:39 pm

মোদি সরকারের মুসলিম নেতা মুখতার আব্বাসের পদত্যাগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের বিশিষ্ট মুসলিম নেতা মুখতার আব্বাস নকভি বুধবার ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

রাজ্যসভার (সংসদের উচ্চ কক্ষ) সদস্য হিসাবে মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ৬৪ বছর বয়সী এ নেতা আকস্মিক পদত্যাগ করেন।

যদিও ধারণা করা হচ্ছে, তিনি ভারতের উপ-রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আগের দিন নকভি প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। সূত্র ইউএনবিকে জানিয়েছে, সভা শেষে তিনি মোদির কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।

নকভি ছাত্র নেতা হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন । তিনি ১৯৯০ এর দশকের শেষদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারে জুনিয়র তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমান উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর পাঁচ বছরের মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে। ৬ আগস্টে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের কথা রয়েছে।

—ইউএনবি