দিল্লিতে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মোদি প্রেসিডেন্ট সোলিহের সাথে তার যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা মালদ্বীপকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সমস্ত প্রকল্প সময়মত সম্পন্ন করা যায়।’
দুই নেতার মধ্যে বৈঠকের পর উভয় দেশ সাইবার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুলিশ অবকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে ছয়টি চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রেসিডেন্ট সোলিহ গণমাধ্যমকে বলেন, ‘মালদ্বীপ-ভারতের সম্পর্ক কূটনীতির বাইরে। এই সফর আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধনের প্রতিশ্রুতি।’
আগের দিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র অরিন্দম বাগচি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে অংশীদারিত্ব, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের দ্বারা আবদ্ধ’ উল্লেখ করে টুইট করেন।
এর আগে চারদিনের ভারত সফরে সোমবার দিল্লি পৌঁছেন প্রেসিডেন্ট সোলিহ। সফরে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ভেস্তে গেল চুক্তি, গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের
জো বাইডেনের ‘উত্তরসূরি’ হয়ে ফিরবেন কি ট্রাম্প
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক