প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ ছিল, যা এখন ১০ শতাংশ করা হয়েছে। আর দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত মোবাইল ফোন বিদেশ থেকে আনা হয়। সেগুলো আনার পর কিছুটা পরিবর্তন করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও যথেষ্ট ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।
নতুন বছরের শিক্ষার্থীদের বই বিতরণের বিষয়ে প্রেস সচিব বলেন, “১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে মোট ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার যোগ করেন, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইসমূহ সময়মতো বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
বিহারের আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশি ৪ সাংবাদিক
হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর