December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 24th, 2023, 7:57 pm

মোমেনের সঙ্গে সিটিবিটিও নির্বাহী সচিবের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি মৌলিক দিক হলো সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ কূটনীতিতে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ইউএনজিএ ভবনে সিটিবিটিও (কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশন) লিয়াজোঁ অফিসে ৭৮তম ইউএনজিএ অধিবেশনের সাইডলাইনে সিটিবিটিও নির্বাহী সচিব ড. রবার্ট ফ্লয়েডের সঙ্গে বৈঠক করেন।

সিটিবিটিও’র নির্বাহী সচিব এখনো সিটিবিটি সই না করা অন্যান্য দেশকে চুক্তিতে সম্মত হতে উৎসাহিত করতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০০ সালে সিটিবিটি সই ও অনুমোদন করে।

—-ইউএনবি