অনলাইন ডেস্ক :
এএফসি কাপই শেষ হয়ে গেছে তিরি’র! মোহনবাগানের এই স্প্যানিশ ডিফেন্ডারের এসিএল ইনজুরিতে পড়েছেন গোকুলাম কেরালার ম্যাচে। এই সেন্টার ব্যাকের অনুপস্থিতি বড় সুখবর হয়ে এসেছে বসুন্ধরা কিংসের জন্য। নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে মাজিয়া স্পোর্টসকে হারানো বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামী ২১ মে মুখোমুিখ হবে এটিকে মোহনবাগানের। ধারণা করা হয়েছিল ‘ডি’ গ্রুপের তিন ম্যাচের মধ্যে এটিই সবচেয়ে কঠিন বাধা হবে কিংসের জন্য। কিন্তু আইএসএল চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে গোকুলাম কেরালার কাছে হেরে হিসাব-নিকাশ বদলে দিয়েছে। তিরি’র বদলি হয়ে নামা আশুতোষ মেহতার বাজে ডিফেন্ডিংয়ের কারণে তারা দুই গোল হজম করেছে। মাঠে হারের সঙ্গে আছে তিরিকে হারানোর ধাক্কা। যেটুকু খবর, এসিএল ইনজুরি এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে কয়েক মাসের জন্য।
আরও পড়ুন
বাংলাদেশে আসছে না ভারত, সফর লম্বা সময় স্থগিত
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
ইসরায়েলের বোমায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু