রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ (২৭)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, “খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। নিহতের গলায় ফাঁসের দাগ এবং হাতে রশি বাঁধার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটি হত্যা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির চন্দ্রিমা হাউজিংয়ের ওই বাসায় তিন-চার জনের সঙ্গে ব্যাচেলর হিসেবে থাকতেন। সকালে এক রুমমেট নাস্তা আনতে নিচে যান। ফিরে এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সাব্বিরকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে তাঁকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে রুমমেটদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ৩ ম্যাচের হকি সিরিজ
বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না: নাসীরুদ্দীন
ঢাকায় ধোলাইপাড়ে বাসে আগুন