ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করলেন সিইসি।
হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী রবিবার মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্য দু’টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল এবং আজ যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গৃহীত হয়েছে।এজন্য অন্য মনোনয়নপত্র গ্রহণ করার দরকার ছিল না।’
এ বিষয়ে আজ গেজেট জারি করা হবে বলে জানান তিনি।
ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। কারণ সংসদে প্রতিনিধিত্বসহ অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি।
রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন।
সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন