August 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 11th, 2025, 4:52 pm

মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিং থেকে দুজনের লাশ উদ্ধার

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিট এবং আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি।

রমনার ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে।

মাসুদ আলম জানান, বেলা ১১টা ৫০ এর দিকে থানায় খবর আসে। গাড়ি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিকের জোবায়ের আহমেদ সৌরভ বলে জানা গেছে।