May 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 15th, 2025, 5:32 pm

মৌলভীবাজারের জেল সুপারকে রাঙামাটি বদলি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদারকে রাঙামাটি জেলা কারাগারে বদলি করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির আহমেদ।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৩ মে তার বদলির আদেশ জারি করা হয়। মজিবুর রহমানের বিরুদ্ধে দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ১৬ এপ্রিল ‘দুদকের জালে জেল সুপার’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক সংবাদ  তার বিরুদ্ধে প্রকাশিত হয়। তিনি বন্দিদের উপর নির্যাতন, কারাগারে অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি কারা অধিদপ্তর পর্যন্ত গড়ায়। পরে তদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে তাকে মৌলভীবাজার থেকে রাঙামাটিতে বদলি করা হয় বলে সূত্র জানিয়েছে।