July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 8:04 pm

মৌলভীবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পৌর কর্মচারীর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় শাওন (২৪) নামের এক মৌটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাওন জেলার কমলগঞ্জ উপজেলার পশ্চিম কালেঙ্গাগ্রামের রহমত আলীর ছেলে। সে মৌলভীবাজার পৌরসভার ওয়াটার সাপ্লাই শাখার কর্মচারি ছিল বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, শাওন পৌরসভায় অফিস শেষ করে মোটরসাইকেল নিয়ে নোয়াগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।