September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:19 pm

মৌলভীবাজারে কৃষি খাস জমির দলিল হস্তান্তর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারে ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহীনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও মোঃ রাজিব হোসেন। এদিন জেলার মোট ৬৭ জন ভূমিহীন পরিবার তাদের জমির দলিল বুঝে নেন। সরকারের উদ্যোগে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্তের মাধ্যমে জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দারিদ্র্য বিমোচন, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

ভূমিহীন পরিবারগুলোকে জমির মালিকানা প্রদানের মাধ্যমে তাদের জীবনে নতুন আশার আলো জেগেছে। জেলা প্রশাসন জানিয়েছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে আরও পরিবারের হাতে জমির দলিল পৌঁছে দেওয়া হবে।

সরকারের এই উদ্যোগ ভূমিহীন মানুষের জন্য স্বপ্নপূরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বড় অবদান রাখছে। জেলার ৭ টি উপজেলার মানুষ এই সহায়তা পান জেলা প্রশাসকের কাছ থেকে। প্রতিজন ৫ শতক থেকে ১৫ শতক জমির দলিল বুঝে নেন।