জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মুশাহিদুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, মৌলভীবাজার সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালা উদ্দিন। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সমবায় সমিতির নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বিভিন্ন বিষয় তুলে ধরেন, দেশজুড়ে যখন সমবায়ের জয়যাত্রা, তখন সিলেট বিভাগ তথা মৌলভীবাজার যেন রয়ে গেছে উন্নয়নের মানচিত্রের বাইরে। রাজধানী থেকে রাজশাহী পর্যন্ত সরকার ঘোষিত নতুন প্রকল্পে গ্রামীণ উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু এ জেলার মানুষ এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। সমবায় অধিদপ্তর বাস্তবায়ন করছে, সমবায় মডেল গ্রাম ও দুগ্ধ সমবায় সম্প্রসারণ সহ বেশ কিছু উদ্যোগ, কিন্তু সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার অধিকাংশ উপজেলায় কোনো কার্যকর প্রয়োগ দেখা যায়নি। অনেকে মনে করেন, সরকারের চোখে সিলেট বিভাগ হয়তো উন্নত অঞ্চল, কিন্তু গ্রামের মাঠে গেলে বোঝা যায় বাস্তবতা একেবারেই উল্টো। স্থানীয় সমবায় নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় বরাদ্দ প্রথমেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চলে যায় সিলেটের প্রস্তাবগুলো মাসের পর মাস পড়ে থাকে মন্ত্রণালয়ের টেবিলে। কর্মকর্তাদের ঘন ঘন বদলি, প্রশাসনিক জটিলতা ও অনিয়মের কারণে অনেক প্রকল্প অনুমোদনের আলো দেখে না।
দেশের অন্যান্য অঞ্চলে মিল্ক ভিটার চিলিং প্লান্ট থাকলেও এ বিভাগে

আরও পড়ুন
রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় র্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
নাসিরনগর জাতীয় সমবায় দিবস পালিত