April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 28th, 2025, 12:06 pm

মৌলভীবাজারে ধরা পড়েছে বিরল প্রজাতির সোনালী রঙের কৈ মাছ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে কালীপ্রসাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পরেছে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন একটি কৈ মাছ।

জানা যায়, বৃষ্টির সময় বিরল প্রজাতির দৃষ্টি নন্দন এই কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন এই কৈ মাছটিকে ধরে নিয়ে আসেন। এই খবরটি ছড়িয়ে পরলে কৈ মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ও আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে আসেন।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইমন তরফদার একটি এ্যাকুরিয়ামে মাছটিকে খুব যত্নের সাথে রেখেছেন। তাঁর সাথে আলাপ কালে তিনি জানান, দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পারে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি। বর্তমানে একটা এ্যাকুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয় তো সোনালী রঙ্গের নান্দনিক এই কৈ মাছের জাত বৃদ্ধি পেত।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন অনেকগুলো মাছের মধ্যে ২/১ টি এরকম হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন বলেন এটি আমাদের দেশিও কই মাছই। জেনেটিক্যালি কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু’একটা এমন হয়ে যায়। তবে এটি নতুন কোন জাত নয়। প্রজনন সম্পর্কে তিনি বলে আমাদের এরকম কোন ব্যবস্থা নেই।