November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 19th, 2025, 6:48 pm

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসকের যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।

গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তৌহিদুজ্জামান পাভেল ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রথমে নড়াইলে চাকুরী জীবন শুরু করে ইউএনও হিসেবে তিনি দিরাই ও রাজনগর উপজেলায় দায়িত্ব পালন করেন।

এডিসি হিসেবে তিনি বরিশালে ও পরে শিক্ষা মন্ত্রনালয়ে দক্ষতার সাথে কাজ করার পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেন।

মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের মৃত মো: শামসুজ্জামানের সুযোগ্য পুত্র তৌহিদুজ্জামান পাভেল ব্যাক্তিগত জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী মাশকুরা জান্নাত সোনালী ব্যাংকে কর্মরত।

উল্লেখ্য, মৌলভীবাজারে প্রায় ১৪ মাস দায়িত্ব পালন করা বিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।