January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 4th, 2022, 5:06 pm

মৌলভীবাজারে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করলেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, সিলেট:

আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজার এর উদ্যোগে ৫টি জেলার সমবায়ীগণের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘মৎস্য চাষ’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহার করে গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চারিত করার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করার জন্য সমবায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমবায় অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরসহ সকল সরকারি বেসরকারি দপ্তরসমূহকে যৌথভাবে কাজ করার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।
আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ (উপনিবন্ধক) তোফায়েল আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ইন্সটিটিউটের সুন্দর প্রাকৃতিক পরিবেশের প্রশংসা করেন এবং তিনটি চারা রোপণ করেন।