জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজার পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন পৌরমেয়র মো: ফজলুর রহমান। ১৭ জুলাই রোববার দুপুরে পৌরসভা বোর্ড রুমে মৌলভীবাজার পৌরসভার ২৬০ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ৫শ ৮৭ টাকা ১৪ পয়সার বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো: ফজলুর রহমান।
মেয়র বাজেট বক্তব্যে জানান, ১০ কোটি ৮৫ লাখ ৪১৮ টাকা ঋণ থাকা অবস্থায় তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন। এসময় তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর মোঃ ফয়সল আহমদ, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর মিসেস নাজমা বেগম,মিসেস জাহানারা বেগম, মিসেস জিমি বেগমসহ পৌর কর্মকর্তারা। মেয়র আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার শহরের সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান রয়েছে, আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২