নিজস্ব প্রতিবেদক:
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এর একদিন আগে আজ (বুধবার) বাফুফে গত মৌসুমের সেরাদের পুরস্কৃত করেছে। গত মৌসুমে পারফরম্যান্স বিচারে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
রাকিব হোসেন গত লিগে দেশি ফুটবলারদের মধ্যে সেরা পারফর্মার ছিলেন। নিজে গোল করেছেন ১০টি, আবার সতীর্থদের দিয়েও দুটি করিয়েছেন। বসুন্ধরা কিংসের ট্রেবল জয়ের পেছনেও তার অবদান অনেক। যদিও লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে বাফুফে ভবনে আসতে পারেননি রাকিব। ক্লাবের অনুশীলন শেষে খবরটি জেনে অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘বিষয়টি জেনে খুব ভালো লাগছে। লিগ বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়। সেই লিগে আমি সেরা হয়েছি, এটা সত্যিই দারুণ আনন্দের। এই স্বীকৃতি সামনে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে মানসম্পন্ন ফুটবলারদের মধ্যে রাকিব অন্যতম। গতি, শ্যুটিং স্কিল ও ধারাবাহিকতা মিলিয়ে ভালো ফুটবলার হিসেবে তিনি স্বীকৃত। ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও রাকিব তার মুন্সিয়ানা দেখিয়েছেন ওই মৌসুমে।
গোলের খেলা ফুটবলে গোল বাঁচানোও বড় কাজ। বাফুফে লিগের সেরা গোলরক্ষককেও স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ পুলিশের হয়ে খেলা আহসান হাবিব বিপু সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন। তিনি সশরীরে বাফুফে ভবনে ক্রেস্ট গ্রহণ করেন। লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আবাহনীর বিদেশি ফুটবলার স্টুয়ার্ট কর্নেলিয়াস। তিনি ইতোমধ্যে বাংলাদেশ ছাড়ায় তার পুরস্কার হয়তো আবাহনী ক্লাবেই থাকবে। সেরা কোচ হয়েছে পুলিশ এফসির সিওবা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিজ এফসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো অনূর্ধ্ব-১৮ লিগেও অংশ নিয়েছিল। সিনিয়র লিগে বসুন্ধরা কিংসের বিপক্ষে না পারলেও ছোটদের লিগে আবাহনী চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন। জুলাই-আগস্টে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাফুফে ওই লিগের পুরস্কার প্রদান করতে পারেনি। লিগটিতে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন আবাহনীর ফুটবলার ইয়াসিন আরাফাত সিফাত। রানার্স-আপ ট্রফি ফর্টিজের, আর ফেয়ার-প্লে পুরস্কার মোহামেডানের দখলে।
গত লিগে পারফরম্যান্সের ভিত্তিতে মাসভিত্তিক সেরা রেফারিও পুরস্কৃত করেছে বাফুফে। নাসির, সাইমন, জালাল, আনিসুর ও বিটুরাজ যথাক্রমে জানুয়ারি–মে প্রতি মাসের সেরা রেফারি নির্বাচিত হয়েছেন। রেফারিদের বিচার-বিবেচনা করেছেন রেফারিজ কমিটি। সেরা খেলোয়াড়-কোচ বাছাইয়ে ছিল বিচারক প্যানেল। সেই প্যানেলে কারা ছিলেন সেটা লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান প্রকাশ করেননি। রেফারিরা ক্রেস্টের সঙ্গে ৫০ হাজার টাকা আর্থিক পুরস্কার পেয়েছেন। ফুটবলারদের অবশ্য কোনো আর্থিক পুরস্কার ছিল না।
বাফুফের বিগত লিগ কমিটি একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিল। দেশের পরিবর্তিত পরিস্থিতির জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। মাঠেই দেওয়া হয়েছিল প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ট্রফি। বাকিগুলো আজ ফেডারেশনে দেওয়া হয়।
আরও পড়ুন
কিশমিশ-মনাক্কায় যত উপকার
গাজা যুদ্ধে ইসরাইলি সেনা নিহত বেড়ে ৮০০
শাকিবের ডাকে হাজির যেসব তারকা