January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 2nd, 2022, 7:46 pm

ম্যাকয়ের রেকর্ড, উইন্ডিজের কাছে হারলো ভারত

অনলাইন ডেস্ক :

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। প্রথম ম্যাচে ৬৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল। সোমবার রাতে খেলোয়াড়দের লাগেজ পৌঁছতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের সেই ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ক্যারিবীয়রা। ভারতের দেওয়া ১৩৯ রানের লক্ষ্যে উইন্ডিজ পৌঁছে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে। ওপেনার ব্রেন্ডন কিং ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ৩১ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। দলটির বাঁহাতি পেসার ওবেড ম্যাকয় একাই ধসিয়ে দেন ভারতকে। ম্যাচের প্রথম বলেই রোহিত শর্মাকে (০) সাজঘরের পথ দেখান ম্যাকয়। অপর ওপেনার সূর্যকুমার যাদবও (৬ বলে ১১) তাঁর শিকার। এরপর ঋষভ পন্থ ১২ বলে ২৪ রানের ছোটখাটো ঝড় তুলেছিলেন। কিন্তু দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের রানের চাকা আটকে দেন উইন্ডিজ বোলাররা। হার্দিক পান্ডিয়া (৩১ বলে ৩১) আর রবীন্দ্র জাদেজা (৩০ বলে ২৭) রান পেলেও হাত খুলে খেলতে পারেননি। ১৯তম ওভারে ৩ উইকেট শিকার করেন ম্যাকয়। সাজঘরে ফেরান দিনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন আর ভুবনেশ্বর কুমারকে। ফলে ২ বল বাকি থাকতে ভারত গুটিয়ে যায় ১৩৮ রানে। ম্যাকয় ৪ ওভারে একটি মেডেনসহ ১৭ রান দিয়ে নেন ৬ উইকেট। এটিই এখন টি-টোয়েন্টিতে ক্যারিবীয় কোনো বোলারের সেরা ফিগার। এর আগে এই রেকর্ডটি ছিল কেমো পলের। ২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন পল।