January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 8:13 pm

ম্যানইউকে হারালো রিয়াল

অনলাইন ডেস্ক :

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তার অসাধারণ নৈপুণ্যে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১১৪ মিলিয়ন ডলারে জুনে মাদ্রিদে যোগ দেন বেলিংহাম। ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই দারুণ দক্ষতায় গোলের খাতা খুলেন এই মিডফিল্ডার। মাদ্রিদ ডিফেন্ডার এ্যান্টোনিও রুডিগারের অ্যাসিস্টে বেলিংহাম মাদ্রিদকে এগিয়ে দেন। ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার প্রথম সুযোগেই বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা এগিয়ে আসা ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার মাথার উপর দিয়ে চিপ করে বল জালে জড়ান।

এর কিছুক্ষণ পরেই ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়ুস জুনিয়র ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাত্র আট গজ দূর থেকে তিনি লক্ষ্যভেদ করতে পারেননি। বিরতির পর উভয় দলে বেশ কিছু পরিবর্তন আসে। পরিবর্তিত ইউনাইটেড অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুটা ভাল করেছিল। কিন্তু গোলের ভাল সুযোগ তৈরি করে মাদ্রিদ। ৬৯ মিনিটে এডার মিলিটাওয়ের শট লাইনে উপর থেকে ক্লিয়ার হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে মাদ্রিদ দ্বিতীয় গোলের দেখা পায়। লুকাস ভাসকুয়েজের ক্রসে অভিজ্ঞ জোসেলুর দুর্দান্ত ওভারহেড কিকে মাদ্রিদ ২-০ ব্যবধানে এগিয়ে যায়। আর এই গোলেই মাদ্রিদের জয়ও নিশ্চিত হয়।