October 30, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 30th, 2025, 7:08 pm

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

 

ফুটবলের ইতিহাসে এক অনন্য নাম, আর্জেন্টিনার এই কিংবদন্তি ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে মৃত্যুর পরও কর্ম ও কৃতিত্বে অমর হয়ে আছেন তিনি।

বিশ্বজুড়ে লাখো ভক্ত-সমর্থক আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ‘ফুটবল জাদুকর’ ম্যারাডোনাকে। প্রতি বছরের মতো এবারও তার জন্মদিনে নানা উদ্যোগে ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা ও শ্রদ্ধা।

তাদের সঙ্গে তাল মিলিয়ে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকও বিশেষভাবে স্মরণ করেছে এই কিংবদন্তিকে। ম্যারাডোনার ৬৫তম জন্মদিন উপলক্ষে তারা প্রকাশ করেছে একটি বিশেষ স্মারক রৌপ্য মুদ্রা। এতে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের সঙ্গে ফুটে উঠেছে ম্যারাডোনার জাদুকরী মুহূর্ত।

মুদ্রার এক পৃষ্ঠায় স্থান পেয়েছে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম স্মরণীয় দৃশ্য—১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’। মাঝমাঠ থেকে বল নিয়ে টানা পাঁচ ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে গোলটি করেছিলেন আলবিসেলেস্তাদের অধিনায়ক। আগামী বছর সেই ঐতিহাসিক গোলের ৪০ বছর পূর্ণ হবে।

মুদ্রার অন্য পৃষ্ঠায় আঁকা হয়েছে ফুটবলের প্রতীকী ছবি, যা ফুটবলের প্রতি আর্জেন্টাইনদের অগাধ ভালোবাসা ও আবেগের প্রকাশ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই মুদ্রা ফুটবলে আর্জেন্টিনার প্রতিভা, গর্ব ও আত্মার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।

মোট ২ হাজার ৫০০টি স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে ৯২৫ খাঁটি রৌপ্য দিয়ে। প্রতিটি মুদ্রার ওজন ২৭ গ্রাম এবং ব্যাস ৪০ মিলিমিটার। মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার।

এনএনবাংলা/