মোঃ আল-আমিন,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥
বাবুগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহে উপলক্ষ্যে আনন্দ-উৎসবে দিন কাটলো জেলে পল্লীর জেলেদের। জাতীয় মৎস্য সপ্তাহকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবের জনপদে পরিণত হয়। জীবন-জীবিকার টানে ছুটে চলা জেলেদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে জেলে ও তাদের পরিবার নিয়ে আয়োজন করা হয়েছিল জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮আগষ্ট) সকাল ১১টায় জেলেদের নিয়ে উপজেলার দোয়ারিকা সড়কে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আশ্রয়ন প্রকল্পের জেলেপ্লীতে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ। তারপর শুরু হয় জেলেদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান। এরমধ্যে পুরুষদের হাঁড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ, নারীদের বালিশ বদল ও শিশুদের চকলেট দৌড়সহ নানা আয়োজন করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতা ও মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩জন মৎস্য চাষিকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। এরআগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। উপজেলা শিশু বিষয়ক অফিসার মো ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার, উপজেলা কৃষি অফিসার আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন বলেন, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলেদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। জীবন-জীবিকার টানে প্রতিনিয়ত মাছ শিকার করেন জেলেরা। কিন্তু তারা আনন্দ-উৎসবের সুযোগ থেকে বঞ্চিত। ওই সব জেলের মুখে হাসি ফোটানো ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে জেলেদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহে আয়োজন করা হয়েছে। নিরলসভাবে পুরো অনুষ্ঠানের সহযোগিতা করেছেন জাকির হোসেন ফকির, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম,মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক, সোহাগ হোসেন,ফিল্ড অসিস্ট্যান্ট সুমাইয়া।
মোঃ আল-আমিন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট