জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন মুক্তাগাছা উপজেলার বোকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো, কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং চান্দিমন্ড গ্রামের মোস্তফা মোফাজ্জল হক শরিফুলের ছেলে জাহিদ মোস্তফা (২০)।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
র্যাব জানায়, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, সাতটি উগ্রপন্থী বই, সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি সংক্রান্ত ফেসবুক ও মেসেঞ্জার থেকে ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
একাধিক ফেক ফেসবুক আইডি ব্যবহার করে দুজনেই সারা দেশে তাদের সংগঠনের সদস্যদের কাছে চরমপন্থা সম্পর্কিত বই বিক্রি করছিল।
মুক্তাগাছা থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা