January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 9:10 pm

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও একজন। নিহতরা হলেন- অটোরিকশা চালক বীর রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাবুপুর গ্রামের হাজী মো. কলিম উদ্দিন (৮৫), স্থানীয় জহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আ. কদ্দুসের ছেলে সালাম নবী (৩৫)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। তিনি আরও বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।