বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধুই আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বঙ্গবন্ধুকেই ধারণ করে বেঁচে থাকব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
বিচার বিভাগের প্রতি আস্থা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার বিশ্বাস আছে। আজ লতিফ ভাইয়ের জামিন সেই আস্থারই প্রমাণ বহন করে।
তিনি আরও বলেন, এই মামলায় যাদের অন্যায়ভাবে এখনো কারাগারে রাখা হয়েছে, আমি সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করি। তাদের মুক্তি দেওয়া হোক।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো