November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 17th, 2024, 7:14 pm

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত

অনলাইন ডেস্ক :

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।

বুধবার (১৭ জুলাই) ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম। ৬১ হিজরি সনের এই দিনে পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।

পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিম সম্প্রদায়ের কয়েকশ মানুষ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলক্ষেতে গিয়ে এ মিছিল শেষ হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পবিত্র আশুরা উপলক্ষে ইমামবাড়া হোসেনী দালানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

আশুরা উপলক্ষে এদিন সরকারি ছুটি রয়েছে।