শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী তালগাছি জান্নাতুল ফেরদৌস কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে । বাদ মাগরিব থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরামগণ আখেরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন। মিলাদ মাহফিল, আলোচনা সভা, জিকির আজগার, ইস্তেগফার , দরুদ শরীফ, কিয়াম শরীফ ফাতেহা শরীফ পাঠ করে বিশ্বের সকল উম্মাতি মোহাম্মাদীর জন্য দোয়া করা হয়। প্রধান আলোচক ছিলেন বরেণ্য আলেম হযরত মাওলানা মোহাম্মদ মুসা আল হাবিব তিনি তার বক্তৃতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে বলেন ” মহান আল্লাহ হলেন রাব্বুল আলামিন অর্থাৎ তিনি সারা জাহানের রব
আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ তিনি হলেন সারা জাহানের জন্য রহমত স্বরূপ ” । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল আলীম সিরাজী, অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী, উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিস আলী, মাওলানা নুরুল ইসলাম, তালগাছি গ্রাম প্রধান, আলহাজ্ব মো: ইউসুফ আলী, আলহাজ্ব মোঃ আবুল হোসেন, আলহাজ্ব মো: সরোয়ার হোসেন, মো: আরিফ হোসেন , আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। দোয়ার পূর্বে মসজিদ পরিচালনা এবং অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষানবিস আইনজীবী ইংরেজি পত্রিকা দা নিউ নাশনের সাংবাদিক এম .রওশন আলম । অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন তালগাছি জান্নাতুল ফেরদৌস কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা ফজলুল হক বাবলু।
আরও পড়ুন
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু
রংপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত