মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল প্রতিনিধি
আবহমান গ্রাম-বাংলার প্রাচীন লোক-ঐতিহ্য ও সমৃদ্ধ পরিচিত নাম নৌকা বাইচ। হাজার বছর থেকে গ্রামাঞ্চলের জনপদের জীবনপ্রবাহ ও বিরামহীন এই জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন ও বিবর্তন। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম্য-অঞ্চলের বিভিন্ন ধরণের উৎসবমুখর খেলাধুলা। তারমধ্যে এ দেশের অন্যতম লোককৃষ্টির একটি অঙ্গ নৌকা বাইচ- যা এমনই হারিয়ে হচ্ছে। জমে না অতীতের মতো আজকাল আর নৌকা বাইচ প্রতিযোগিতা।
গ্রাম-বাংলার প্রাচীন এই প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচকে বাঁচিয়ে রাখতে এবং বর্তমান তরুণ-যুব সমাজকে মাদক মুক্ত করতে সোমবার (২৫ আগস্ট) যমুনা নদীর অংশে টাঙ্গাইলের ভূঞাপুরে গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের চরগাবসারা নতুন হাটের পাশে দিনব্যাপি কোষা নৌকা বাইচের আয়োজন করেন এলাকার চরবাসী।
নৌকা বাইচে গাবসারা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (বাবুল ভূঁইয়ার) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা এবং উদ্বোধন করেন- গাবসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাজ হোসেন। এতে সার্বিক সহযোগীতা করেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুজ্জামান (কাজী শাহীন) প্রমুখ।
এদিকে, নৌকা বাইচের দিন সকাল থেকেই বিভিন্ন চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বাইচের নৌকা অনুষ্ঠান স্থানে এসে উপস্থিত হয়। বেলা বাড়ার সাথে সাথে দুপুর থেকে চরগাবসারা নতুন হাটের আশে পাশে হাজারো মানুষের সমাবেত হয়। দর্শনার্থীরা আনন্দে মেতে উঠেন নৌকা বাইচ দেখতে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নদীর তীরবর্তী এলাকা। দুই গ্রুপে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে ফ্রিজ ও এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিরা।
আরও পড়ুন
কুলাউড়ায় আহত যোদ্ধারা পেলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপহার
বেরোবিতে হল সমস্যায় জর্জরিত, প্রভোস্ট বললেন আমি দায়িত্বে নেই
কালীগঞ্জে মৎস দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ