January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:33 pm

যশের সঙ্গে ‘রকস্টার’ লুকে হাজির নুসরাত

অনলাইন ডেস্ক :

কলকাতার আলোচিত নায়ক যশ দাসগুপ্তর সঙ্গে ঢাকাই নুসরাতের একটা জোট হচ্ছে ‘রকস্টার’ ছবির মাধ্যমে, সেটি জানা গেলো গত সপ্তাহে। এবার দেখা গেলো তাদের লুক। ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হলো ছবিটির শুটিং। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পাওয়া গেলো শুটিংয়ের কিছু ছবি। সাদা ছোট জামায় নুসরাত আর কালো শার্ট-ব্লু জিন্সে যশকে ভালোই মানিয়েছে। ছবিটির মাধ্যমে বিরতির পর আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। এ চিত্রনায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ‘রকস্টার’ পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। প্রযোজনা করছে বাংলাদেশের এসপি ইন্টারন্যাশনাল। তারা জানায়, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নুসরাত জানান, ছবিটি রোমান্টিক-থ্রিলার ঘরানার। এর বেশি এখনই কিছু বলতে নারাজ। অন্যদিকে এই ছবির ইউনিটে যুক্ত হওয়ার দুদিন আগে নুসরাত ফারিয়া ফিরলেন অমিতাভ রেজার ইউনিট থেকে। একটা চুল ধোয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।