যশোর সদরের বালিয়া ভোকুটিয়া কলোনীপাড়া বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা খন্দকার আশরাফুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তবে অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
—-ইউএনবি
আরও পড়ুন
সিলেট সীমান্তে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি
চা বাগানের ১১ শিক্ষার্থীর পাশে দাড়ালো সিলেট মহানগর জামায়াত
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত