January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 11th, 2024, 1:59 pm

যশোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

যশোর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে জাবেদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়ছেন। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বুধবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে যশোর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলী (৫৪) কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে।

জানা যায়, তিনি ভুল ট্রেনে উঠে পড়েছিলেন। পরে ট্রেন থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিতোষ জানান, জাবেদ আলী কুষ্টিয়া যাওয়ার জন্য মহানন্দা এক্সপ্রসে চড়তে চেয়েছিলেন। বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসলে ভুল করে তিনি এ ট্রেনে উঠে পড়েন। ওঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়ে দেয়। তখন তিনি রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এ সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে গেলে তার শরীর দ্বিখণ্ডিত হয়।

যশোর রেলওয়ে থানা পুলিশ নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাকে জাবেদ আলী হিসেবে শনাক্ত করেন।

—-ইউএনবি