যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাবার দোকানে ঢুকে পড়ায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেগারীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও কয়েকজন আহত হন।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), তার ছেলে তাওসী (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) ও মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)।
দ্রুতগামী কাভার্ডভ্যনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাবার দোকানে ঢুকে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই যশোর-মণিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে বলে জানা গেছে।
যশোর পুলিশের মুখপত্র জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, সকালে একটি কাভার্ডভ্যান যশোর থেকে সাতক্ষীরা যাবার পথে দ্রুত গতিতে তালেব নামের এক ব্যক্তির খাবার দোকানে ঢুকে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর পরই কাভার্ডভ্যানের চালাক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেলে নাস্তা করছিল তিনজন। আর দুই জন হোটেলের সামনে দাড়িয়ে ছিল। কাভার্ডভ্যানটি হোটেলে প্রবেশ করায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি বেশ কয়েকটি দোকানে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে।
এখন যান চলাচল স্বাভাবিক আছে বলেও তিনি উল্লেখ করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ