যশোরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুম্মান (২৮) টালিখোলা মাদরাসা এলাকার লিয়াকোট পাটোয়ারীর ছেলে। আহত আরিফ হোসেন শাকিল (২৮) বাবুর ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের কয়েকজনের সঙ্গে রুম্মানের বিরোধ চলছিল।
পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে রুম্মান ও তার সহযোগী শাকিলের ওপর আট থেকে ১০ জন লোক হামলা চালালে গুরুতর আহত হন তারা।
পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুম্মানকে মৃত ঘোষণা করেন। শাকিল একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন