যশোরে যশোর-নড়াইল মহাসড়কে বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তা ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন—যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া এলাকার আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫)।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গুড়া এলাকায় সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশের কাঁচ ভেঙে ভেতরে বাঁশ ঢুকে পড়ে।
ঘটনাস্থলেই যাত্রী আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় এম জাফর আলী ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক এম জাফর আলীকে মৃত ঘোষণা করেন। পরে সংকটাপন্ন অবস্থায় এসআই নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল, তবে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এসআই নিক্কন আঢ্য ৩৭তম ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তকেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন। রবিবার মুন্সিগঞ্জে আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, “হাসপাতালে আনার আগেই এম জাফর আলীর মৃত্যু হয়। নিক্কন আঢ্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়েছিল।”
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে সংরক্ষিত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল রিমান্ডে
সীতাকুণ্ডে আ.লীগ নেতা আটক, ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা