যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলের বিস্ফোরণে দায়িত্বে থাকা বাংলাদেশ আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মারুফ হোসেন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রবিবার (সকাল) সকাল সোয়া ৭টার দিকে তিনি যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের পূর্ব দিক থেকে এসে ১টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি দ্বিতীয় তলার রেলিংয়ে বিস্ফোরিত হয়। এতে এপিসি মারুফ হোসেনের ডান পায়ে লেগে তিনি সামান্য আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের মোবাইল স্ট্রাইকিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ককটেলের বিস্ফোরিত অংশের নমুনা সংগ্রহ করেন। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের সঙ্গে কথা বলার জন্য ফোনে তাকে পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত