যশোরে মঙ্গলবার দুপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বদিউজ্জামান ধানি (৪২) যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শংকরপুরের চোপদার পাড়ায় কিছু দুর্বৃত্ত ধানীকে নির্বিচারে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
—ইউএনবি

আরও পড়ুন
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল
ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ