যশোরের মনিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে এবং উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
স্থানীয়রা জানান, উদয় মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানকার চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে, তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত হয়েছেন। হত্যার কোনো ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি। তাই এ ঘটনায় কাউকে আটক করাও যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’