January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 2nd, 2023, 7:30 pm

যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১৫) এবং চুকনগরের আঠারোমাইলের আবদুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন যে অন্যজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাব-ছেলে রয়েছে।

—-ইউএনবি